১) উন্নত দেশ কাকে বলে? অথবা, উন্নত দেশ বলতে কী বুঝ?
উত্তর: সাধারণত যে সকল দেশ মোট জাতীয় আয় এবং মাথাপিছু আয় যথেষ্ট বৃদ্ধি করতে সংক্ষম হয় সেই সব দেশকে উন্নত দেশ বলে।
২) উন্নয়নশীল দেশ বলতে কী বুঝ? অথবা, উন্নয়নশীল দেশ কাকে বলে?
উত্তর: যে সকল দেশ কিছুটা মাথাপিছু আয় বৃদ্ধি করেছে এবং ভবিষ্যতে আরো উন্নতি করার সম্ভাবনা আছে সে সব দেশকে উন্নয়নশীল দেশ বলে।
৩) কুটির শিল্প কাকে বলে?
উত্তর: নিজস্ব ঘরে বসে পরিবারের কার্যা সম্পাদন করা হয় তাকে কুটিরশিল্প বলে।
৪) শক্তিসম্পদ কী?
উত্তর: যে সম্পদ যন্ত্রপাতি, যোগাযোগ, কলকারখানা, পরিবহণসহ সব ক্ষেত্রে চালিকা শক্তি হিসেবে কাজ করে তাকে শক্তিসম্পদ বলে।
৫) GDS এর পূর্ণরূপ কি?
উত্তর: GDS এর পূর্ণরূপ- Sustainable Development Goals.
৬) মানবসম্পদ উন্নয়ন কী?
উত্তর: কর্মক্ষম জনশক্তিকে উপযুক্ত শিক্ষা, প্রশিক্ষণ ও প্রযুক্তিজ্ঞানে সমৃদ্ধ করাই হলো মানবসম্পদ উন্নয়ন।
৭) ঋণচক্র কী?
উত্তর: বাংলাদেশে অধিকাংশ কৃষক গরিব। ফলে ঋণ গ্রহণ করে যে উৎপাদন/ ফসল ফলানো হয় তা ঋণ পরিশোধ করতেই ব্যয় হয় এবং আবার ঋণ গ্রহণ করতে হয়। এভাবে ঋণের মাধ্য বেঁচে থাকাকেই ঋণচক্র বলে।
৮) মাথাপিছু আয় কাকে বলে?
উত্তর: এক বছরে দেশে যে পরিমাণ মোট জাতীয় আয় পাওয়া যায় তাকে দেশের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে সেই দেশের মাথা পিছু আয় পাওয়া যায়।
৯) বেসরকারি খাত কাকে বলে?
উত্তর: দেশের ব্যাক্তি মালিকানায় পরিচালিত খাতকে বেসরকারি খাত বলে।
১০) লেনদেন ভারসাম্য কী?
উত্তর: এক বছরে একটি দেশের দৃশ্যমান ও অদৃশ্যমান পণ্য সামগ্রির আমদানি ব্যয় ও রপ্তানি আয়ের হিসাবকে লেনদেন ভারসাম্য বলে।
১১) বৈদেশিক সাহায্য কী?
উত্তর: অথনৈতিক উন্নয়নের লক্ষ্যে একটি দেশ বিদেশ থেকে যে ঋণ ও অনুদান গ্রহণ করে তাকে তাকে বৈদেশিক সাহায্য বলে।
১২) দারিদ্র্যের দুষ্টচক্র ধারণাটির উদ্ভাবক কে?
উত্তর: দারিদ্র্যের দুষ্টচক্র ধারণাটির প্রবক্তা র্যাগনার নার্কস।
১৩) দারিদ্র্য কাকে বলে?
উত্তর: জীবনযাত্রার নূন্যতম মানের জন্য প্রয়োজনীয় সম্পদের মালিকানা ও ব্যবহার অধিকার হতে বঞ্চিত মানুষের অর্থনৈতিক ও মানসিক অবস্থাকে বুঝায়।
১৪) NGO এর পূর্ণরূপ কী?
উত্তর: NGO এর পূর্ণরূপ Non Government ওরগানিযাতিওন
১৫) সামাজিক অবকাঠামো কী?
উত্তর: যেসব উপাদান সমাজের মানুষের চিন্তা-ভাবনা, দৃষ্টিভঙ্গি এবং দক্ষতা বৃদ্ধির মাধ্যমে উন্নয়ন করতে সহায়তা করে তাদেরকে সামাজিক অবকাঠামো বলে।
১৬) জনসংখ্যার ঘনত্ব কী?
উত্তর: সাধারণত কোনো দেশের ভৌগলিক সীমারেখার ভিতরে প্রতি বর্গকিলোমিটারে কতজন লোক বসবাস করে তার পরিমাণকে জনসংখ্যার ঘনত্ব বলে।
১৭) জীবন নির্বাহী খামার কী?
উত্তর: যে খামারে জীবন ধারণের জন্য ন্যূনতম চাষাবাদ পরিচালনা করা হয় তাকে জীবন নির্বাহী খামার বলে।
১৮) কৃষির আধুনিকায়ন কী?
উত্তর: সনাতনি ব্যবস্থার পরিবর্তে যান্ত্রিক পদ্ধতিতে কৃষি চাষাবাদ করাকে কৃষির আধুনিকায়ন বলে।
১৯) বাংলাদেশের কৃষি ঋণের প্রাতিষ্ঠানিক উৎস কী কী?
উত্তর: বাংলাদেশের কৃষি ঋণের প্রাতিষ্ঠানিক উৎস হলো সরকারি-বেসরকারি ব্যাংক এবং এনজিও প্রতিষ্ঠান।
২০) ছদ্মবেশী বেকারত্ব কী?
উত্তর: যে শ্রমিকের প্রান্তিক উৎপাদন শূন্য তাকে ছদ্মবেশী বেকারত্ব বলে।
২১) বৃহদায়তন শিল্প কী? অথবা, বৃহদায়তন শিল্প কাকে বলে?
উত্তর: যে সকল শিল্প-কারখানায় ২৩০ জনের অধিক শ্রমিক কাজ করে তাকে বৃহদায়তন বা বৃহৎ শিল্প বলে।
২২) প্লান্ট কী?
উত্তর: কোনো একটি ফার্মের প্রত্যেকটি দ্রব্য উৎপাদনের স্বয়ংসম্পূর্ণ পৃথক পৃথক ক্ষেত্রকে এক একটি প্লাণ্ট বলা হয়।
২৩) ডিবেঞ্চার কী?
উত্তর: এটি হলো একটি ঋণের দলিল যাতে ঋণ গ্রহীতা, ঋণের পরিমাণ, সুদের হার পরিশোধ সম্পর্কিত যাবতীয় শর্তাবলি লিপিবদ্ধপূর্বক প্রতিশ্রুতি প্রদান করে থাকে।
২৪) একটি পরোক্ষ কর ও একটি প্রত্যক্ষ করের নাম লিখ।
উত্তর: আবগারি শুল্ক ও আয়কর।
২৫) ব্যাংকিং কী?
উত্তর: সাধারণভাবে বলা যায় ব্যাংকের সকল কার্যক্রমই হলো ব্যাংকিং।
২৬) রপ্তানি বাণিজ্য কী?
উত্তর: একটি দেশ তার উৎপাদিত দ্রব্য অন্য দেশের কাছে বিক্রয় করলে তাকে রপ্তানি বাণিজ্য বলে।
২৭) বৈদেশিক বিনিয়োগ কী?
উত্তর: এক দেশের বিনিয়োগকারী ব্যবসা প্রতিষ্ঠান অন্য যেকোনো দেশে মূলধন বিনিয়োগ করলে তাকে বৈদেশিক বিনিয়োগ বলে।
২৮) বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার কার্যকাল লেখ।
উত্তর: ১৯৭৩ সালের ১ জুলাই থেকে ১৯৭৮ সালের ৩ জুন পর্যন্ত।
২৯) উন্নয়ন পরিকল্পনা কাকে বলে?
উত্তর: একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে সুনির্দিষ্ট ও সুচিন্তিত নীতিমালার সমষ্টিকে উন্নয়ন পরিকল্পনা বলে।
৩০) BRAC- এর পূর্ণরূপ লেখ।
উত্তর: BRAC এর পূর্ণরূপ Bangladesh Rural Advancement Committee.
৩১) অর্থনৈতিক উন্নয়ন কী?
উত্তর : যে প্রক্রিয়ায় দীর্ঘমেয়াদে প্রকৃত জাতীয় আয়ের পরিমাণ বৃদ্ধি পায় তাকে অর্থনৈতিক উন্নয়ন বলে ।
৩২) অর্থনৈতিক প্রবৃদ্ধি কী?
উত্তর : অর্থনৈতিক প্রবৃদ্ধি হলো এমন একটি প্রক্রিয়া যার দ্বারা দেশের জাতীয় আয় ও মাথাপিছু প্রকৃত আয়ের অপরিবর্তনীয় বাৎসরিক বৃদ্ধিকে বুঝায়।
খ বিভাগ
১) বানিজ্য ভারসাম্য কি? বা বানিজ্য ভারসাম্য কাকে বলে?
২)বৈদেশিক সাহায্য কি?
৩) বাংলা দেশের রপ্তানি নীতির প্রধান লক্ষ্যগুলো বিবরণ দাও।
৪) বৈদেশিক বাণিয্য কাকে বলে?
৫) শেয়ার বাজার কি? / শেয়ার বাজার কাকে বলে?
৬) শিল্পের জাতীয়করণ বলতে কি বুঝ?
৭) ক্ষুদ্র ও কুটিরশিল্পের পার্থক্য লিখ।
৮) কৃষির আধুনিকীকরণ কী?
৯) ভূমিস্বত্ব বলতে কি বুঝ?
১০) অর্থনৈতিক অবকাঠামো বলতে কি বুঝায়?
১১) সামাজিক অবকাঠামো কাকে বলে?
১২) অর্থনৈতিক ও সামাজিক অবকাঠামোর পার্থক্যগুলি লিখ।
গ বিভাগ
১) আধুনিক অর্থনীতিতে অর্থের কার্যাবলি আলোচনা কর।
২) বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে শিল্পের গুরুত্ব বর্ণা কর।
৩) বাংলাদেশের পোশাক শিল্পের সমস্যা আলোচনা কর।
৪) বাংলাদেশের খাদ্য ঘাটতির কারণগুলো ব্যাখ্যা কর।
৫) বাংলাদেশের কৃষি আধুনিকীকরণের উপায়সমূহ আলোচনা কর
৬) বাংলাদেশের কৃষি উন্নয়নের পথে বাধাসমূহ চিহ্নিত কর।
৭) বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্তগুলো কতটুকু বিদ্যমান আছে?
৮) অর্থনৈতিক উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যে পার্থক্য আলোচনা কর।
৯) বাংলাদেশের অর্থনীতি পশ্চাৎপদ "- উক্তিটির সমর্থনে যুক্তি দাও।
১০) বাংলাদেশের অর্থনীতিতে বঙ্গবন্ধু যমুনা সেতুর গুরুত্ব ব্যাখ্যা কর।
১১) বাংলাদেশের অর্থনীতিতে রেলপথের গুরুত্ব আলোচনা কর?
১২) বাংলাদেশের অর্থনীতিতে শক্তি সম্পদের গুরুত্ব বর্ণনা কর।
Download/download/button/#0e8387
উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে উত্তরসহ ও প্রশ্নগুলো ডাউনলোড করে নেন। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের এই সাইটটি Follow করতে পারো এই লিংক থেকে।
Post a Comment